শাহপরান মাজারে গান-বাজনা নিষিদ্ধ
প্রতিবছর সিলেটের হজরত শাহ পরান (রা.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ।
তিনি জানান, ‘এখন থেকে মাজারে ওরস উপলক্ষ্যে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।’
মাজার সূত্রে জানা যায়, প্রতিবছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের ৪, ৫ ও ৬ তারিখে তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ।
কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪ টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার বাদ জুমা নাচ-গান, মদ-জুয়া, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্র জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।
জেডএস।