ফুটবল

অবশেষে জয় পেলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়শূন্য ছিলো ব্রাজিল।  গেলো বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১১ গোলে ড্র করে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।  এরপর উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরেছে তারা।

অবশেষে জয়হীন থাকার এই বৃত্ত কাটিয়ে উঠেছে ব্রাজিল। ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে দলটি।  ম্যাচের ৩০ মিনিটে জয়সূচক গোলটি করেন রদ্রিগো।

এই জয়ে ৩ পয়েন্ট তুলে স্বস্তি আসলেও খেলায় মন ভরাতে পারেনি ব্রাজিল।

ব্রাজিলের মাটিতে বেশ দাপট দেখিয়েছে ইকুয়েডর। সেলেসাওদের হয়ে একমাত্র গোলটি করা রদ্রিগো বিষয়টি মানতে পারছেন না।

ইকুয়েডর ম্যাচের বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে। এটা হতে পারে না, বিশেষ করে আমাদের ঘরের মাঠে। আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব।

রদ্রিগো গোল পেলেও মাঠে তেমন পারফর্ম করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। তাই সমালোচনা উঠেছে তাঁকে নিয়েও। তবে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ভিনির পক্ষ নিয়েছেন। নেইমার ফিরলে দলে ভারসাম্য তৈরি হবে। তখন ভিনিও জায়গা পাবে এবং নিজের সেরাটা দিতে পারবে বলে মনে করেন দরিভাল।

ইকুয়েডরকে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টেবিলে চারে উঠল ব্রাজিল। আগামী বুধবার সকালে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও পড়ুন