অর্থপাচার মামলা থেকে বিএনপির ৮ নেতাকে অব্যাহতি
বিএনপির শীর্ষ ৬ নেতাসহ ৮ জনকে অর্থপাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৮ সালে এ নেতাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদুক।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয় এ তথ্য জানায়।
অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন—দলটিরস্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়্যারম্যান আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এ ছাড়া অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোর্শেদ খান এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল।
দুদক জানায়, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
আই/এ