খেলাধুলা

'ভারত বাংলাদেশকে আগের তুলনায় আরও সমীহ করবে'

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম ছবি: ফুটেজ

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো। যদি লাল বলের ক্রিকেটের দিকে তাকানো হয়, প্রতিপক্ষ হয়তো বেশ অনেকখানি হিসাব-নিকাশ করে নিবে টাইগারদের নিয়ে। পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারানোর পর বাংলাদেশ এখন পক্ত অবস্থানে। আসন্ন সিরিজে ভারতের জন্যেও কিছুটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে নাজমুল হোসেন শান্ত ও তার সতীর্থরা।

মিরপুরে শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম। এসময় ভারত সিরিজ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন। যেখানে নাজমূল আবেদীন মনে করেন, ভারত আগের চেয়ে এখন বাংলাদেশকে সমীহ করবে। অন্তত টেস্ট ক্রিকেটে তিনি তাই মনে করেন।

এই বিসিবি পরিচালক বলেন, 'ভারত বাংলাদেশকে আগের তুলনার আরও সমীহ করবে। আরেকটু প্ল্যানড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো বাংলাদেশকে যেভাবে দেখতো সেভাবে দেখবে না।' 

এরপর তিনি বাংলাদেশের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন, 'আমার মনে হয় বাংলাদেশের জন্য ভারত তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছি সেই মানসিকতা নিয়েই খেলতে পারি কিনা সে চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারি কিনা এটা চ্যালেঞ্জ হবে।' 

ভারত শক্তিশালী দল। তবে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন নাজমূল আবেদীন, 'যেকোনো ফরম্যাটে তারা (ভারত) অবশ্যই ভালো দল। টি-টোয়েন্টির কথা এই মুহূর্তে বলা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব ফরম্যাটকে উন্নত করতে ভূমিকা রাখতে পারে। আমি নিশ্চিত সেই আত্মবিশ্বাসটা এখানে কাজে আসবে। বোলিংটা আমাদের খুব ভালো হচ্ছে। বোলিং শক্তি যেকোনো দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস।' 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন