ইউএনও হিসেবে সেই নাজিম উদ্দিনের পদায়ন বাতিল
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন আর কক্সবাজারে এক বৃদ্ধকে লাঞ্ছিত করার অভিযোগে সমালোচিত সরকারি কর্মকর্তা নাজিম উদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন বাতিল করা হয়েছে । এর আগে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের কথা ছিল তার।
রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নাজিম উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করে অবিলম্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে যোগদানের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা যায়, কর্মজীবনের প্রতিটি কর্মস্থলে সেবাপ্রার্থী সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে ব্যক্তিমালিকানার জমিকে খাস দেখিয়ে সরকারি বরাদ্দের নামে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা।
এছাড়া ২০২০ সালে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এনডিসি এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
আই/এ