আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নাইজার রাজ্যে একটি যাত্রী ও গবাদি পশু বহনকারী ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকারটির সংঘর্ষ হয়। এ সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানান, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৮ জন। কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনা এর আগেও ঘটেছে। দেশটির ফেডারেল রোড সেফটি করপোরেশনের তথ্য অনুসারে, কেবল ২০২০ সালেই দেড় হাজারটি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন