আন্তর্জাতিক

গাজার তাঁবু ক্যাম্পে ইসরাইলি হামলা, নিহত ৪০ জন

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আল জাজিরার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

গাজার ‘নিরাপদ এলাকা’ বলে ঘোষণা দেয়া হয়েছিল দক্ষিণাঞ্চলীয় একটি অংশকে। সেখানে বাস্তুচ্যুতরা তাঁবু করে ক্যাম্প বানিয়ে বসবাস করছিলেন। এই ক্যাম্পেই ইসরাইলি বাহিনী হঠাৎ করে হামলা চালায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন। ভূখণ্ডটির জরুরি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স বলছে, মঙ্গলবার ভোরের আগে হওয়া এই হামলায় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় অন্তত ২০টি তাঁবুকে লক্ষ্যবস্তু করা হয়।  

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তারা উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীকে আঘাত করেছে। যারা খান ইউনিসের এই অঞ্চলে কমান্ড ও নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য মতে, গত বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার মানুষ ইসরাইলি হামলায় নিহত হয়েছে এবং ৯৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন