ভারতে বাংলাদেশের জয় দেখছেন না গাঙ্গুলি
পাকিস্তানে বাংলাদেশের সিরিজ জয়কে আলাদাভাবে দেখছে বিশ্ব ক্রিকেট। সৌরভ গাঙ্গুলি এর ব্যতিক্রম নয়। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করার পাশাপাশি, ভারতের বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেছেন গাঙ্গুলি। যেখানে তিনি ভারতের জয় দেখেন বলে জানিয়েছেন, বাংলাদেশের নয়।
সৌরভ গাঙ্গুলি সম্প্রতি ভারতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন।
গাঙ্গুলি বলেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো সহজ কথা নয়, তাই বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। কিন্তু ভারত আলাদা জাতের দল, ঘরের মাঠ বা বাইরের- শক্তিশালী ব্যাটিং আক্রমণ নিয়ে তারা দুর্দান্ত এক ইউনিট।‘
এরপর গাঙ্গুলি যোগ করেন, ‘আমি বাংলাদেশের জয় দেখছি না, ভারতই সিরিজ জিতবে। তবে বাংলাদেশের কাছ থেকে বেশ ভালো ও কঠিন ক্রিকেট দেখতে পারে ভারত। কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারিয়ে তারা বেশ আত্মবিশ্বাস নিয়ে আসবে।‘
পাকিস্তানে প্রতিভার অভাব দেখছেন গাঙ্গুলি। যে ধরনের ক্রিকেটার পাকিস্তান থেকে উঠে এসেছে, এখন তেমন ক্রিকেটারের দেখা মেলে না বলেই মনে করছেন ভারতের এই সাবেক অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি দেশটিতে প্রতিভার অভাব দেখছি। আমরা যখনই পাকিস্তান নিয়ে ভাবি, আমরা মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানদের কথা চিন্তা করি। এটাই আমাদের কাছে পাকিস্তানের স্মৃতি।‘
আগামী ২১ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ।
এম এইচ//