ক্যাম্পাস

চবিতে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবি: সংগৃহীত

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)অনলাইনে ক্লাস কার্যক্রমচালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে যেকোনো বিভাগ সশরীরে অসম্পূর্ণ পরীক্ষাও নিতে পারবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিনস কমিটির সভায় আহ্বায়ক সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ অনলাইনে ক্লাস চালু রাখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিরাজ উদ দৌল্লাহ  বলেনঅনেক আগে থেকেই অনলাইন ক্লাস হচ্ছে, এটা এখন চলমান থাকবে।  বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পর সশরীরে ক্লাস-পরীক্ষা নেয়া হবে।

জানা যায়উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত সকল বিভাগেই অনলাইন ক্লাস চলবে।  শুধুমাত্র অসম্পূর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষা নিজ নিজ বিভাগ নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিত করতে হবে।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন