অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষৎ শেষে ভারতীয় হাইকমিশনার
কোনো প্রকল্প বন্ধ হয়নি, চলবে; ঢাকার সঙ্গে কাজে আগ্রহী দিল্লি
ঢাকা-নয়া দিল্লিআগেরমতোইকাজকরছে।ভারতেরসহযোগিতায়বাংলাদেশেচলমানপ্রকল্পেরকাজচালুথাকবে।কোনোপ্রকল্পবন্ধহয়নি।কিছুপ্রকল্পেরঠিকাদারভারতেচলেগেলেওদ্রুতফিরেএসেকাজশুরুকরবে।শুধুতাইনয়, বিজ্ঞানপ্রযুক্তিসহআরওবড়প্রকল্পেঢাকারসঙ্গেকাজকরতেআগ্রহীনয়াদিল্লি।এমনটিইজানিয়েছেনঢাকায়নিযুক্তভারতীয়হাইকমিশনারপ্রণয়কুমার ভার্মা।
বৈষম্যবিরোধীছাত্রআন্দোলনেছাত্র-জনতারগণঅভ্যুত্থানেগত৫আগস্টপতনঘটেসাবেকশেখহাসিনাসরকারের।শেখহাসিনাদেশছেড়েপালিয়েআশ্রয়নেনভারতে।বর্তমানেতিনিসেখানেইঅবস্থানকরছেন। বাংলাদেশেরএইরাজনৈতিকপটপরিবর্তনেরপরগঠিতহয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীনঅন্তর্বর্তীসরকার। শেখহাসিনারসরকারেরসময়ঢাকা-দিল্লিরদ্বিপক্ষীয়সম্পর্কছিলোখুবইমজবুত।ভারতেরসহযোগিতায়বাংলাদেশেবড়ধরণেরবেশকয়েকটিপ্রজেক্টচলমানরয়েছে।তবেশেখহাসিনাসরকারেরপতনেরপরগুঞ্জনওঠেঅন্তর্বর্তীসরকারেরসঙ্গেভারতেরসম্পর্কের হয়তোঅবনতি ঘটবে। স্থগিতবাবন্ধহয়েযেতেপারেভারতেরসহযোগিতায়বাস্তবায়নেরপথেথাকাবাংলাদেশেরবড়প্রকল্পগুলো। তবেসবগুঞ্জনেরঅবসানঘটিয়েঢাকায়নিযুক্তভারতেরহাইকমিশনারজানালেন, চলমানপ্র্রকল্পগুলোরকোনটাইবন্ধহয়নি।হবেও না। বরং বিজ্ঞান-প্রযুক্তিসহআরওবড়বড়প্রকল্পেঢাকারসঙ্গেকাজকরতেআগ্রহীনয়া দিল্লি।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর)সচিবালয়েঅর্থওবাণিজ্যবিষয়কউপদেষ্টাড. মোসালেহউদ্দিনআহমেদেরসঙ্গেসৌজন্যসাক্ষাতশেষেগণমাধ্যমেরমুখো্মুখিহনঢাকায়ভারতেরহাইকমিশনারপ্রণয়কুমারভার্মা। এসময়উপদেষ্টারসঙ্গেআলোচনারবিষয়বস্তুতুলেধরেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাণিজ্যমন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয়ছাড়াওবিজ্ঞানপ্রযুক্তিসহআরওবেশকয়েকটিবড়প্রকল্পেরব্যাপারেআমাদেরআগ্রহরয়েছে।এসবখাতেবাংলাদেশেরসঙ্গেআমরাঘনিষ্টভাবেজড়িতআছি।আমাদেরঅনেকগুলোবড়ধরণেরপ্রজেক্টচলমানরয়েছে।
প্রণয় কুমার ভার্মা বলেন, ‘অর্থওবাণিজ্যউপদেষ্টারসঙ্গেএটাআমারঅবশ্যইপ্রথমবৈঠক। এটিউপদেষ্টারসঙ্গেআমারপ্রথমসৌজন্যসাক্ষাতওবটে। বাংলাদেশেচলমানভারতেরবিভিন্নপ্রকল্পেরঅগ্রগতি-উন্নতিরবিষয়েতাকেঅবহিতকরেছি।সামনেআমরাকীভাবেঅগ্রসরহবোতাওউপদেষ্টারসঙ্গেআলোচনাকরাহয়েছে।’
ভারতীয় কমিশনার আরও বলেন, ‘আমিউপদেষ্টাকেজানিয়েছি-বাংলাদেশেরবিজ্ঞানওপ্রযুক্তিখাতেবড়ধরণেরপ্রকল্পেআমাদেরআগ্রহরয়েছে।এগুলোউপদেষ্টারমন্ত্রণালয়েরঅধীনেরয়েছে। আমিবেশকয়েকটিবড়প্রকল্পেরকথাবলেছিযেগুলোখুবইগুরুত্বপূর্ণ।এসবপ্রকল্পবাংলাদেশেরনিজেরজন্যখুবইলাভজনকএবংআমরাআনন্দিতএসবপ্রকল্পবাস্তবায়নেকাজকরছি।
পারস্পরিকসহযোগিতারভিত্তিতেএসবপ্রকল্পযাতেবাস্তবায়নকরাযায়তারউপায়নিয়েআলোচনাহয়েছেউল্লেখ করে প্রণয় কুমার ভার্মা বলেন, ‘আমাদের লক্ষ্যএসবপ্রকল্পেরবাস্তবায়নদ্রুতএগিয়েনিয়েযাওয়া। এটিআমাদেরইতিবাচকওগঠনমূলকপ্রয়াস।
এসময়ভারতেরসহযোগিতায়বাংলাদেশেরকয়েকটিবড়প্রকল্পবন্ধহয়েযাওয়ারবিষয়টিতোলেনএকসাংবাদিক। জবাবেঢাকায়নিযুক্তভারতীয়হাইকমিশনারবলেন. ‘না, কোনোপ্রকল্পইবন্ধহয়েযায়নি।বড়প্রকল্পগুলোচলমানরয়েছে।আমরাযেমনটিবলেছি-প্রকল্পগুলোখুবইগুরুত্বপূর্ণ।এগুলোরবিভিন্নসাইটরয়েছে।ঠিকাদারেরছুটিতেভোরতেগেছে।তারাফিরেআসলেইপ্রকল্পেরবিভিন্নসাইটেরকাজশুরুহবে।’
ড. ইউনূসেরনেতৃত্বাধীনঅন্তর্বর্তীসরকারেরসঙ্গেভারতসরকারেরসম্পর্ককীভাবেদেখছেন-সাংবাদিকদেরএমনপ্রশ্নেরজবাবেতিনিবলন, ‘আমরাআন্তর্বর্তীসরকারেরসঙ্গেজড়িত।খুবেইঘনিষ্টভাবেজড়িত।অর্থওবাণিজ্যউপদেষ্টারসঙ্গেসঙ্গেআমারএইসাক্ষাততাপ্রমাণকরে।’
এমআর//