২০২৬ বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল!
সবশেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কোপা আমেরিকাতেও টপকাতে পারেনি কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপ বাছাইপর্বেও অবস্থা হাবুডুবু।
কিন্তু দলের ওপর বিশ্বাসের কমতি নেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের। আত্মবিশ্বাসের সাথে তিনি জানালেন, আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে শতভাগ নিশ্চিত দরিভাল তার কথা লিখেও রাখতে বলেছেন। যাতে দুই বছর পর মিলিয়ে নেওয়া যায়।
বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সকালে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মলনে দরিভাল জানিয়েছেন এসব কথা।
ফাইনাল খেলা নিয়ে দরিভাল আত্মবিশ্বাস দেখালেও দায়িত্ব নিয়ে ব্রাজিলের তেমন উন্নতি দেখাতে পারেনি। মাঠে খেলায় ব্রাজিলকে মনে হয় একদমই ছন্নছাড়া। তবে ব্রাজিল কোচের দাবি রাতারাতি ব্রাজিল দারুণ হয়ে উঠবে না। সময় লাগবে।
‘রাতারাতি আমরা দারুণ হয়ে উঠব না। এজন্য সময় লাগবে। তবে দ্রুতই আমরা পথ খুঁজে নেব।’
সবশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পেলেও আগের টানা তিন ম্যাচই হেরেছে ব্রাজিল। ৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অবস্থান। কিন্তু এরপরেও ব্রাজিল দলকে নিয়ে ব্রাজিল কোচের এমন আত্মবিশ্বাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফুটবল ভক্তদের মাঝে।