আর্কাইভ থেকে ক্রিকেট

মা আম্পায়ার মেয়ে খেলোয়াড়

এবারের নারী এশিয়া কাপ ক্রিকেট পরিচালনায় নারীরাই দায়িত্বে রয়েছেন। খেলা পরিচালনার জন্য রয়েছেন ছয়টি দেশের নয়জন আম্পায়ার। পুরো আসরে নেই একজনও পুরুষ আম্পায়ার কিংবা রেফারি।

এবারের নারী এশিয়া কাপ ক্রিকেট পরিচালনার জন্য পাকিস্তান থেকে এসেছেন সালিমা ইমতিয়াজ ও হুমায়রা ফারাহ। এখানে মজার বিষয় হলো সালিমার মেয়ে কাইনাত ইমতিয়াজও এসেছেন খেলোয়াড় হিসেবে। একই আসরে ভিন্ন ভূমিকায় রয়েছেন পাকিস্তানের মা-মেয়ে।

শনিবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। এই ম্যাচে মূল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সালিমা। নিজের মায়ের এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মেয়ে কাইনাত।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমার মাকে ২০২২ নারী এশিয়া কাপের আম্পায়ার হিসেবে দেখে খুবই আনন্দিত ও গর্বিত। তার সাফল্যে আমার আনন্দের শেষ নেই। সবসময় পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার মায়ের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নিয়ে আমিও এগিয়ে চলেছি।’

কাইনাত আরও লিখেছেন, ‘আমরা এখন একসঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবো। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মা প্রথমবার আম্পায়ারিং করলেন। পুরো যাত্রায় দারুণভাবে সমর্থন দেয়ায় আমার বাবাকেও অভিনন্দন।

এ সম্পর্কিত আরও পড়ুন