জাতীয়

শেখ হাসিনাকে বিচারের মধ্যেই থাকতে হবে : রিজওয়ানা হাসান

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, বিচারের স্বার্থে, গণহত্যার যে অভিযোগটা আছে সেটা বিচারের স্বার্থে, নির্যাতন-নিপীড়ন বিচারের স্বার্থে, সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়ায় তাকে থাকতে হবে বলে জানিয়েছেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের  বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত যা বলুক এতে তার বিচারে কোনো প্রভাব পড়বে না। সরকারের অবস্থান বৈষম্য বিরোধী দেশ গঠন। যারা গণহত্যা, টাকা পাচার করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। তবে যেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেই প্রত্যাবর্তন কোনো প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কীভাবে কথা হবে, সেগুলোতো পরের ব্যাপার। যখন আইনি প্রসেসটা শুরু হবে তখন এগুলো সরকার দেখবে

ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নেতিবাচক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত নিয়ে নেতিবাচক মন্তব্য আছে। বাস্তবতাটা সরকার জানে পাশের দেশ ও সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করা হবেতবে সেটা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে এটা বারবার ক্লিয়ার করা হচ্ছে।

বর্তমানে এখানে কোনো নতজানুর বিষয় নেই দাবি করে তিনি আরও বলেন, যেটা বাংলাদেশের অধিকার এবং প্রাপ্য। সরকারের বিবেচনায় সঠিক। সেই কথাগুলো যে যে চ্যানেলে বলা দরকার সেটা বলা হবেসেটা কূটনৈতিক হোক, রাজনৈতিক হোক বা সেটা ব্যক্তিগত বা আন্তর্জাতিক পর্যায়ে হোক সরকার সেগুলো বলবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন