বাংলাদেশ সিরিজ দিয়ে মরনে মরকেলের শুরু
ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন মরনে মরকেল। দলটির কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন তিনি। গৌতম গম্ভীর প্রধান কোচ হয়ে আসার পর থেকেই মরকেলের নাম শোনা যাচ্ছিল।
ভারতের আসন্ন সিরিজ বাংলাদেশের বিপক্ষে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই দলের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজ সামনে রেখেই অনুশীলনে নেমেছে ভারত।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন মরকেল।
মরকেল বলেন, ‘ভারতের বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। এমন এক ভারতীয় দল পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।‘
এই সাবেক পেসার যোগ করেন, ‘আমরা বেশ ভাগ্যবান যে রোহিত শর্মা, ভিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহর মতো কিছু সিনিয়র খেলোয়াড় পেয়েছি। তারা নেতৃত্ব দিয়ে যাবে, আমি তাদের সমর্থন দিয়ে যাব।‘
মরনে মরকেল আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ টি উইকেট সংগ্রহ করেছেন। এর আগে আইপিএলে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মরকেল। এবার ভারতের জাতীয় দলেও দুজনকে দেখা যাবে একসাথে কাজ করতে।
এম এইচ//