খেলাধুলা

দায়িত্ব নেয়ার এক মাস পরেই বরখাস্ত হলেন কেনিয়া কোচ

ছবি: সংগৃহীত

কেনিয়ার প্রধান কোচ ডোড্ডা গণেশকে বরখাস্ত করলো দেশটির ক্রিকেট বোর্ড। ভারত ও কর্ণাটকের সাবেক মিডিয়াম পেসার গণেশ গত ১৪ আগস্ট এক বছরের জন্য কেনিয়া জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণেশকে অব্যহতি দিয়ে ক্রিকেট কেনিয়া এক বিবৃতি দেয়।

বোর্ডের কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। গণেশের সঙ্গে বোর্ডের যে ধরনের চুক্তি হয়েছে, তা অফিশিয়াল করার ব্যাপারে বোর্ডের বর্তমান কমিটির দ্বিমত রয়েছে। যার ফলশ্রুতিতে গণেশকে বরখাস্ত করা হয়।  

সেপ্টেম্বরের আইসিসি ডিভিশন টু চ্যালেঞ্জ লিগ সামনে রেখেই নিয়োগ দেয়া হয় গণেশকে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে অক্টোবর থেকে। সেটিও মাথায় রাখা হয়।

গণেশের বয়স ৫১ বছর চলছে। ১৯৯৭ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনি ভারতের হয়ে ৫ টি ম্যাচ খেলেছেন। যেখানে ছিল ৪ টি টেস্ট, একটি ওডিআই। তিনি টেস্টে ৫ টি উইকেট নিয়েছেন, ওডিআইতে নিয়েছেন ১ টি উইকেট।

কর্ণাটকের হয়ে লম্বা সময় খেলেছেন গণেশ। যেখানে বেশিরভাগ ছিল প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেটের ম্যাচ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন