ইংল্যান্ড ফুটবলের নতুন কোচ অ্যাশলে কোল
ইংল্যান্ড ফুটবল দলে পূর্ণ মেয়াদে কোচ হিসেবে যোগ দিচ্ছেন অ্যাশলে কোল। গ্যারেথ সাউথগেটকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন লি কার্সলি। এবার কোলের অধীনে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন কার্সলি।
সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীত গাইবেন না বলে জানান কার্সলি। তখন থেকেই বেশ বিতর্ক তৈরি হয় তাকে নিয়ে। শেষ পর্যন্ত কার্সলিকে সহকারী কোচের জায়গায় রেখে অ্যাশলে কোলকে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এফএ বিবৃতিতে জানিয়েছে, ‘অ্যাশলে কোল পূর্ণকালীন জাতীয় কোচ হিসেবে এফএতে যোগ দিয়েছেন। তিনি একজন ইংল্যান্ড লিজেন্ড, যিনি দেশের হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন, থ্রি লায়ন্সদের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বার্মিংহাম সিটিতেও অবদান রেখেছিলেন। এবার তিনি শুধু ইংল্যান্ডের সঙ্গে কাজ করবেন। ৪৩ বছর বয়সী তিনি লি কার্সলিকে সহায়তা করে যাবেন।‘
এর আগে ইংল্যান্ডের বার্মিংহাম সিটি ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন কোল। কোল ও কার্সলি মিলে মিলে এর আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে কাজ করেছেন। এবার তারা জাতীয় দলের হয়ে একসাথে কাজ করবেন।
ইংল্যান্ডের হয়ে পাঁচটি মেজর টুর্নামেন্ট খেলেছেন কোল। তিনি ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
এম এইচ//