মিয়ানমারে ‘ইয়াগির’ প্রভাবে সৃষ্ট বন্যায় মৃত বেড়ে ৭৪
ঘূর্ণিঝড় ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ৭৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ৮৯ জন।
রোববার(১৫ সেপ্টেম্বর) মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এর প্রভাবে বন্যা–ভূমিধসে চারটি দেশে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, শুক্রবার মিয়ানমার সরকার জানিয়েছিল ‘ইয়াগির’ প্রভাবে সৃষ্ট বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। বাস্তচ্যুত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। আর ৬৫ হাজারের বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় বন্যা পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান।
এমআর//