খেলাধুলা

আইসিসির মাসসেরা খেলোয়াড় দুনিথ ওয়েল্লালাগে

ছবি: আইসিসি

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুনিথ ওয়েল্লালাগে। ভারতের বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই ক্রিকেটার। দুনিথ ছাড়াও গত মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস। 

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ছিলেন ওয়েল্লালাগে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের ক্ষেত্রে তিনি বেশ দৃশ্যমান ভূমিকা রেখেছিলেন। যেখানে ভারত ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, ওডিআই সিরিজে ২ ম্যাচে লঙ্কানদের জয় ও এক ম্যাচ টাই হয়।

ওয়েল্লালাগে ৩ ওয়ানডে ম্যাচে ১০৮ রান করেন, বল হাতে নেন ৭ টি উইকেট। যেখানে তিনি ব্যাট হাতে ক্যারিয়ারসেরা অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন। এছাড়াও বল হাতে ক্যারিয়ারসেরা ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।

মাসসেরা খেলোয়াড় হয়ে এই অলরাউন্ডার বলেন, ‘এই সম্মাননা আমাকে সামনে আরও ভালো কিছু করার শক্তি যোগাবে।

ওয়েল্লালাগে তার সতীর্থ, পিতা-মাতা, বন্ধু ও আত্মীয়দের ধন্যবাদ জানিয়েছেন। এই অর্জনগুলো তাদেরও অনেক সন্তুষ্ট করে বলে বিশ্বাস করেন তিনি।

চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার হয়ে মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন কামিন্দু মেন্ডিস। ওয়েল্লালাগে এবার সতীর্থের সঙ্গে সেই তালিকায় যোগ দিলেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন