যুক্তরাষ্ট্রে দলের জয়ের দিনে ম্যাচসেরা সাইফউদ্দিন
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ খেলতে ব্যস্ত বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে অভিষেক ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয় সাইফউদ্দিনের আটলান্টা ফায়ার।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ফায়ার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে দলটি। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে আটকে যায় লাইটিং।
ম্যাচের শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন ছিল লাইটিংয়ের। সাইফউদ্দিন এই ওভারটি সামাল দিয়েছেন দুর্দান্তভাবে। ইয়র্কার মাধ্যমে পরাস্থ করেছেন ব্যাটারদের, উইকেটও অর্জন করেছেন। শেষপর্যন্ত ৪ রানে জেতে সাইফউদ্দিনের দল।
সাইফউদ্দিন ৩ ওভার বল করে ১৩ রানে শিকার করেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য ৫ বলে ৬ রান করেন তিনি। তবে সেরা বোলিং ফিগার ও দলকে জয়ী করার নেপথ্যে ভূমিকা রাখায় ম্যাচসেরা হয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
এম এইচ//