আর্কাইভ থেকে বাংলাদেশ

নারী এশিয়া কাপ: পাকদের ৭১ রানের টার্গেট দিলো বাঘিনীরা

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয় বাঘিনীরা।

সোমবার (৩ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

এর আগে বৃষ্টির কারণে নারী এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কিছুক্ষণের বন্ধ ঘোষণা করা হয়। সকালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয়বার মুখোমুখি হয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য ছিল বেশ মলিন। তবে ওয়ানডেতে দুই দলই সমানে সমান। 

এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ের শুরুটা বাংলাদেশ করেছিল দুর্দান্ত জয় দিয়ে। থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টিম টাইগ্রেস।

পাকিস্তানও শুরুটা দারুণ করেছে। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছে একই ব্যবধানে।

জয়ের ধারা ধরে রাখার মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছেন টাইগ্রেসরা। একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেইসার জাহানারা আলমের। তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার লতা মন্ডল।

বাংলাদেশ একাদশ
শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সুবহানা মোস্তারি, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলি আক্তার, সানজিদা মেঘলা, লতা মণ্ডল।

পাকিস্তান একাদশ
মুনিবা আলি, সিদরা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), নিদা দার, ওমাইমা সোহেল, আয়েশা নাসিম, আলিয়া রিয়াজ, তুবা হাসান, ডায়ানা বেগ, নাসরা সান্ধু, সাদিয়া ইকবাল।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন