খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু মাদ্রিদ ও বায়ার্নের

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মাদ্রিদ। অন্যদিকে ডিনামো জাগরেবের বিপক্ষে ৯-২ গোলের বড় জয় পেয়েছে মিউনিখ।

চ্যাম্পিয়নস লিগ অভিষেকে মাদ্রিদের হয়ে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও এনড্রিক। আরেকটি গোল এসেছে আন্তোনিও রুডিগারের কাছ থেকে।

এনড্রিকের গোলটি ছিল দুর্দান্ত। ১৮ বছর বয়সী এই ফুটবলার একাই বল নিয়ে ছুটে গেলেন স্টুটগার্টের বক্সের দিকে। এরপর বক্সের বাইরে থেকেই দারুণ এক শটে গোল করে বসলেন তিনি।

প্রথমার্ধে অবশ্য প্রতিপক্ষ স্টুটগার্টের আক্রমণে বেশ দিশেহারা ছিল মাদ্রিদ। তবে পরের অর্ধে গিয়ে প্রথমে এমবাপ্পের কাছ থেকে গোল পায় তারা। এরপর অবশ্য স্টুটগার্টের হয়ে দেনিজ উনদাভ গোল করেন, তাতে সমতায় ফেরে দলটি। ম্যাচের ৮৩ মিনিটের পর রুডিগার ও এনড্রিক গোল করেন।

এদিকে বায়ার্ন মিউনিখ ও ডিনামো জাগরেব ম্যাচে মিউনিখের হয়ে হ্যারি কেইন করেছেন ৪ টি গোল। একটি করে গোল করেছেন রাফায়েল গেরেরো, লেরয় সানে ও লিওন গোরেৎজেকা। অন্যদিকে জাগরেবের হয়ে ব্রুনো পেটকোভিচ ও তাকুয়া ওগিওয়ারা গোল করেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন