খেলাধুলা

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর

ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বিমল কর মারা গেছেন। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার জীবনাবসান ঘটে। বেশ কিছুদিন ধরে বিমল কর বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

বিমল কর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে ফান্ড সংগ্রহ করতেন। মুক্তিযুদ্ধের পর ভিক্টোরিয়ার হয়ে ফুটবল খেলেছেন তিনি। এছাড়াও খেলেছেন চট্টগ্রাম মোহামেডান, ওয়ান্ডার্সের হয়ে।

বিমল কর চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়ন এর সদস্য ছিলেন। আজ বেলা ২ টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) গার্ড অব অনার দেয়া হয় বিমলকে। তার শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া বিকেল ৫ টায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিমল কর ১৯৩৭ সালের ৯ জুন ফেনী জেলার পরশুরাম গ্রামে জন্মগ্রহণ করেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন