বড় জয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ 'এ' দল
শ্রীলঙ্কা ‘এ’ দলের মেয়েদের সঙ্গে সিরিজের শেষ ম্যাচটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ‘এ’ দলের নামে খেললেও, বাংলাদেশের জাতীয় দলের অনেক মেয়েরাই খেলেছে এই সিরিজটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে লঙ্কান মেয়েরা অলআউট হয়ে যায় মাত্র ৫৪ রানেই। জবাবে ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় সফরকারী বাংলাদেশ।
লঙ্কানদের হয়ে দুই ডিজিটের রান করেন কেবল চেথানা ভিমুক্তি। তিনি ২০ বল খেলে করেন ১১ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে রাবেয়া খান সর্বোচ্চ ৭ রান দিয়ে ৩ উইকেট নেন।
বাংলাদেশ দল ব্যাট করতে নেমে সহজভাবেই লক্ষ্যে পৌঁছে যায়। ৩৩ রানে অপরাজিত ছিলেন ওপেনার দিলারা আক্তার, অন্যপ্রান্তে ১৪ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা জ্যোতি।
এম এইচ//