রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংর্ঘষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদে পাহাড়িদের একটি মিছিল বের করে। মিছিলটি বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। এরপরই বাঙালি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, সকালে বিক্ষোভ থেকে বনরুপা বাজারে হামলা করে পাহাড়িরা, পরে বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সংর্ঘষে রুপ নেয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সহিংসতার ঘটনায় তিনজন নিহত হন।
আই/এ