খেলাধুলা

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি নিয়ে ধোঁয়াশা কেটে গেলো। বেশ কিছুদিন থেকে সূচি নিয়ে নানারকম কথা হচ্ছিল। অবশেষে মুলতানের মাটিতে প্রথম ২ টেস্ট, রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের জন্য সূচি নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ৭ অক্টোবর থেকে পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে ৩ ম্যাচের এই টেস্ট সিরিজ।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ আয়োজনের জন্য পাকিস্তানের কিছু স্টেডিয়ামে সংস্কার চলছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ভেন্যু ঠিক করা নিয়ে কিছুটা জটিলতা দেখা দেয়। এই সিরিজের জন্য অবশ্য এর আগেও সূচি নির্ধারণ করা ছিল। কিন্তু করাচি স্টেডিয়ামে কাজ চলমান থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় পিসিবিকে।

এর আগে ২০২২ সালে পাকিস্তানে টেস্ট খেলতে আসে ইংল্যান্ড। সেবার ৩-০ ব্যবধানে জিতেছিল ইংলিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজের জন্য ভেন্যু নিয়ে দ্বিধা দেখা দেয়ার পর, পাকিস্তানের বাইরে সিরিজ চলে যাবে- এমন কথাও ওঠে। তখন শোনা যাচ্ছিল সংযুক্ত আরব আমিরাত ও আবুধাবিতে সরিয়ে নেয়া হবে সিরিজটি।

আগামী ২ অক্টোবর পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ড স্কোয়াডের। এরমধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংলিশরা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন