ইসরাইলের সঙ্গে দাবার ম্যাচ বয়কট করলেন বাংলাদেশের রাজীব
বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডের ‘উন্মুক্ত বিভাগ’ এ আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরাইল। তবে এই ম্যাচ খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
প্রতিপক্ষ হিসেবে ইসরাইলের সঙ্গে খেলতে অনাগ্রহ জানিয়েছেন এনামুল হোসেন রাজীব। ফিলিস্তিনের সাথে ইসরাইলের বর্বর আচরণের কারণে এই দেশের সঙ্গে খেলবেন না রাজীব।
ফেসবুকে পোস্ট দিয়ে রাজীব লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।‘
এমন ঘটনায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এই বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ করার কথা রয়েছে। এরপর সিদ্ধান্ত জানাবে দাবা ফেডারেশন। তবে ইসরাইলের সঙ্গে সরকারিভাবে খেলতে কোনো বাধা নেই বলেই শাহাবুদ্দীন শামীম জানিয়েছেন।
এম এইচ//