ঢাকা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

স্ত্রীকে হত্যার পর রাজধানীর পল্লবী থানায় হাজির হয়ে দোষ স্বীকার করেছেন মোখলেছুর রহমান (৬২) নামে এক ব্যক্তি।

রোববার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  এর আগে, শনিবার (২১ সেপটেম্বর) দুপুরে থানায় গিয়ে তিনি জানান, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আমাকে গ্রেপ্তার করুন এবং আইনগত ব্যবস্থা নিন।’ পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

মোখলেছুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ মিরপুর সেকশন ১২-এর ‘বি’ ব্লকের ২১২ নম্বর ভাড়া বাসা থেকে তার স্ত্রী শামসুন্নাহারের (৫৫) রক্তাত্ত লাশ উদ্ধার করে। 

পুলিশ জানায়, ওই বাসায় মোখলেছুর ও তার স্ত্রী থাকতেন। তাদের এক মেয়ে সরকারি চাকরি করেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মোখলেছুর বটি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। হত্যার পর বাসাতেই ছিলেন তিনি। দুপুর ২টার দিয়ে পল্লবী থানায় গিয়ে হত্যার কথা জানান। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে পুলিশ।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন মোখলেছুর রহমান। মোখলেছুরের দাবী তার স্ত্রী অবাধ্য ছিল। 

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন