হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আলী কারাকি কী নিহত হয়েছেন?
সোমবার সকাল থেকে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ খবর অনুসারে, এই হামলায় নিহত হয়েছেন ২৭৪ জন। আহত হয়েছেন ১০২৪ জন। নিহতের মধ্যে ২১ জন শিশু।
এদিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) বলছে, লেবাননে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকিকে লক্ষ্য করে বিমান হামলা চালনো হয়েছে।
তবে, হামলায় কারাকি নিহত হয়েছেন কী না, এ ব্যাপারে আইডিএফ নিশ্চিত করে কিছু বলেনি।
গেলো শুক্রবার লেবাননে ইসরাইলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রভাবশালী কমান্ডার ইব্রাহিম আকিল।
হিজবুল্লাহর এই শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি।
এনএস/