চ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধে যা যা করবেন
যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর পাওয়ার জন্য আজকাল চ্যাটজিপিটির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ওপেনএআইয়ের তৈরি এই চ্যাটবটটি একদিকে যেমন দ্রুত উত্তর দেয়, অন্যদিকে বার্তা, নিবন্ধ এমনকি কবিতাও লিখে দেয়। তবে অনেকেই জানেন না ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি ও প্রম্পটের তথ্য সংগ্রহ করে চ্যাটজিপিটি।এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তাহলেকীভাবে এই তথ্য সংগ্রহ বন্ধ করা যায়আসুন জেনে নেয়া যাক:
প্রথম ধাপ: চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ: ওপরের বাঁ দিকে থাকা মেনুতে ক্লিক করুন, যেখানে দুটি রেখা চিহ্ন দেখা যাবে।
তৃতীয় ধাপ: মেনু থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনে যান। সেখানে তিনটি ডট চিহ্নে ট্যাপ করুন।
চতুর্থ ধাপ: পরের পৃষ্ঠায় অ্যাকাউন্ট অপশনের নিচে থাকা ‘ডেটা কন্ট্রোলস’ অপশনে ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন দুটি অপশন—‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ ও ‘ইমপ্রুভ ভয়েস ফর এভরিওয়ান।’ এই অপশনগুলোর পাশের টগলগুলো বন্ধ করে দিন। যখনই টগল বন্ধ থাকবে, তখন চ্যাটজিপিটি আর আপনার চ্যাট হিস্ট্রি কিংবা ভয়েস চ্যাটের কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না।
কেন এটা গুরুত্বপূর্ণ?
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যাটজিপিটির মতো এআই প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা বজায় রাখা জরুরি। আপনার তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে এই ব্যবস্থা খুবই কার্যকর।
জেডএস/