বাংলাদেশ-ভারত ম্যাচের দিন হিন্দু মহাসভার কঠোর কর্মসূচি
বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্ধ’ কর্মসূচি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা সংগঠন। এই সিরিজ ঘিরে সংগঠনটির হুমকির ঘটনা আরও পুরোনো। সেসবে তখন খুব একটা কর্ণপাত করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার অবশ্য গোয়ালিয়র ও কানপুর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ। কানপুর ও গোয়ালিয়রের এই দুই ম্যাচ ঘিরেই অখিল ভারত হিন্দু মহাসভা হুমকি দিয়েছিল। ভারতীয় গণমাধ্যমের খবর, কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
এর আগে এই হিন্দুত্ববাদী সংগঠনটি কানপুরে ম্যাচ চলাকালীন সময়ে ঝামেলা করবে বলে ঘোষণা দেয়। গোয়ালিয়রের টি-টোয়েন্টি ম্যাচেও তারা সমস্যা তৈরি করবে বলে জানিয়েছিল। সবশেষ কানপুরকে নিয়ে হুমকির পর অবশ্য কিছুটা নড়েচড়ে বসেছিল বিসিসিআই। সেসময় জানা যায় ম্যাচের ভেন্যু পরিবর্তন হতে পারে। তবে শেষ পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বিসিসিআই।
অখিল ভারত হিন্দু মহাসভা এসব হুমকির কারণ উল্লেখ করেছে। তাদের কথা অনুযায়ী, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হয়েছে, হিন্দু ঘর-বাড়ির ওপর হামলা হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে। এরই প্রেক্ষিতে হিন্দুত্ববাদী এই সংগঠনটি ভারতে বাংলাদেশ দলের আগমন মানতে পারছে না।
এম এইচ//