খেলাধুলা

বাংলাদেশের হয়ে খেলার পথে হামজার বড় অগ্রগতি

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর বাংলাদেশের ফুটবলে খেলার ব্যাপারে বেশ খানিকটা অগ্রগতি হলো। হামজার ব্যাপারে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় ৩ সপ্তাহ পর সেই অনাপত্তিপত্র দিয়েছে এফএ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন হামজার অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এখন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজার বিষয়ে কথা বলবে বাফুফে। এই আবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে।

হামজার পরিবার বাংলাদেশি। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলে থাকেন। তিনি ইংল্যান্ডের যুব দলের হয়েও খেলেছেন। বেশ আগে থেকেই বাংলাদেশে খেলার ব্যাপারে ইচ্ছার কথা জানিয়েছিলেন হামজা। এরমধ্যে হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে। অল্পকিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই লাল-সবুজের জার্সিতে হামজার খেলতে আর কোনো বাধা থাকবে না।

এম এইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন