আর্কাইভ থেকে বাংলাদেশ

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিকেলে মতবিনিময় প্রধানমন্ত্রীর

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল চারটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় করবেন তিনি। 

সাধারণত প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

জানা যায়, আগামীকাল দশমীর দিন বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতা থাকায় সনাতন ধর্মাবলম্বীদের বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এই শুভেচ্ছা ও মতবিনিময় করবেন শেখ হাসিনা।

গত ১৫ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী। এরপর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের সরকারপ্রধান।

১৮ দিনের সফর শেষে সোমবার (৩ অক্টোবর) রাত একটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দেশে ফেরেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন