বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে আগ্রহী গেটস ফাউন্ডেশন : মার্ক সুজমান
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে আগ্রহ দেখিয়েছে। এতে স্বাস্থ্যসেবার মান বাড়বে। বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ফাউন্ডেশনের সিইও মার্ক সুজমান এ কথা জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবার ইউএনজিএ অধিবেশনের ফাঁকে এখানে জাতিসংঘ সদর দপ্তরে ফাউন্ডেশনের সিইও মার্ক সুজমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা জানান।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশের স্বাস্থ্য ও অন্যান্য খাতে সহায়তা বাড়ানোর জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে অনুরোধ করেছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্বাস্থ্য খাত ছাড়াও অন্যান্য খাতে সামাজিক ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
মার্ক সুজমান প্রধান উপদেষ্টার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়াতে আগ্রহ দেখিয়েছেন।
আলম বলেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে।
তিনি বলেন, ফাউন্ডেশন বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন এবং ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআর,বি-এর কার্যক্রমের সঙ্গে জড়িত।
জেএইচ