অপরাধ

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বের করে দিন: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছবি: সংগগৃহীত

মানবতার শত্রু ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায়। এ অবস্থায় দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্য পদ থাকা উচিত নয়। কারণ ইসরায়েল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উসকানিমূলক তৎপরতায় লিপ্ত থাকে। বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।  মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় যাতে বিশেষভাবে লেবানন পরিস্থিতিকে গুরুত্ব দেয়া হয়। 

আব্বাস আরাকচি গণমাধ্যমে বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত বর্বরতার পর তারা এখন লেবাননের ওপর আগ্রাসন চালানো শুরু করেছে। তারা দেশটির নিরপরাধ সাধারণ মানুষের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে। ইসরাইল সম্প্রতি লেবাননে হাজার হাজার পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৩৯ জনকে হত্যা ও তিন হাজার মানুষকে আহত করার যে ঘটনা ঘটিয়েছে তাও তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ইসরায়েল পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে যা দখলদার শক্তির সন্ত্রাসবাদের নতুন সংস্করণ।

ইসরায়েলের লাগাতার সন্ত্রাসবাদ ও বর্বরতার বিষয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা ও নিন্দা করেন আব্বাস আরাকচি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন