ক্লাব বিশ্বকাপ ফাইনালের ভেন্যু জানালো ফিফা
২০২৫ সালে ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে তা জানিয়েছে ফিফা।
গতকাল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক ঘোষণায় জানিয়েছেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে আলোচিত আসরটির ফাইনাল।
আগামী বছর ১৫ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আর শেষ ১৩ জুলাই। টুর্নামেন্টটিতে সব মিলিয়ে খেলা হবে ১২ ভেন্যুতে। নিউ জার্সি ছাড়া আরও ভেন্যু হিসেবে থাকছে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।
ইউরোপের দলগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল অংশ নিবে ক্লাব বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে আছে আর্জেন্টিনার রিভার প্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। আগেই সিদ্ধান্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে।