লেবাননে ইসরাইলি হামলায় নিহত আরও ১০৫ নাগরিক
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে বর্বরতা এখনো চলমান রেখেছে ইসরাইল। সবশেষ লেবানন জুড়ে ইসরাইলি হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছে আরও সাড়ে তিন শতাধিকের বেশি মানুষ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হামলা অব্যহত থাকায় আরও একটি রক্তাক্ত দিনের স্বাক্ষী হয়েছে লেবানন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের ধারাবাহিক বোমাবর্ষণে সারাদেশে কমপক্ষে ১০৫ জন নিহত এবং আরও ৩৫৯ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় ২টি আবাসিক ভবন সম্পূর্ণ গুড়িয়ে যায় এবং এতে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও রয়েছেন।
লেবাননের বেশ কিছু রাজনীতিবিদ এই হামলাকে ‘গণহত্যা’ বলেছেন।
ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তবে লেবাননের কর্মকর্তারা বলছেন এর বিপরীত। তারা জানিয়েছেন;দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল গভর্নরেট এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে বাড়িঘরের পাশাপাশি অন্যান্য ভবনগুলোতে হামলা করা হয়েছে।
এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে বিমান হামলায় হত্যা করে ইসরাইল।
এম এইচ//