তথ্য-প্রযুক্তি

গুগল ম্যাপস এবং গুগল আর্থে যুক্ত হলো নতুন কিছু সুবিধা

আবারও গুগল  তাদের ম্যাপস এবং আর্থ পরিষেবায় নতুন কিছু চমক নিয়ে এসেছে। মেঘ বা ধোঁয়ার মতো বাধাগুলো সরিয়ে এবার ব্যবহারকারীরা আরও নিখুঁত এবং পরিষ্কারভাবে বিভিন্ন স্থানের ছবি দেখতে পারবেনচলুন জেনে নেয়া যাক, কী কী নতুন সুবিধা যোগ হয়েছে গুগল ম্যাপস এবং গুগল আর্থে।

নতুন এআই মডেল : গুগল তাদের ম্যাপসে ক্লাউড স্কোর প্লাস নামের একটি এআই মডেল যুক্ত করেছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলোর ওপর থাকা মেঘকুয়াশা বা ধোঁয়া  এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলতে পারবে। ফলে ব্যবহারকারীরা এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং স্পষ্টভাবে যেকোনো জায়গার স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন।

স্ট্রিট ভিউতে ভার্চ্যুয়াল ভ্রমণের সুযোগ : গুগল ম্যাপসের স্ট্রিট ভিউ সুবিধা এখন আরও বেশি দেশে বিস্তৃত হয়েছে। নতুন এই ভার্চ্যুয়াল ট্যুর ফিচারের মাধ্যমে বিভিন্ন নতুন দেশে ভ্রমণ করা যাবেতাও নিজের ঘরেই বসে! আর্জেন্টিনাফ্রান্সজাপানমেক্সিকোও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানের নতুন হালনাগাদ ছবিও যোগ করা হয়েছে।

গুগল আর্থের নতুন সুবিধা : শুধু গুগল ম্যাপস নয়গুগল আর্থেও নতুন ফিচার যুক্ত হয়েছে। হিস্টরিক্যাল ইমাজেরি নামের এই সুবিধার মাধ্যমে কয়েক দশক আগের যেকোনো শহর বা বনাঞ্চল দেখতে পারবেন। এটি আপনাকে দেখাবে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা পরিবর্তিত হয়েছে। স্মার্টফোন ও ওয়েবদুই মাধ্যমেই এই ফিচার ব্যবহার করা যাবে।

বিশ্বব্যাপী সুবিধা : গুগল জানিয়েছেধীরে ধীরে বিশ্বের সব দেশের ব্যবহারকারীরাই এই নতুন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। ফলে আপনি যেখানেই থাকুন না কেনগুগল ম্যাপস ও আর্থের সাহায্যে সহজেই পৃথিবীর যে কোনো জায়গা ঘুরে দেখতে পারবেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন