বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনলে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানে চলমান টুর্নামেন্টটির দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর (রোববার)।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
ফিফা ফুটসাল বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, ২০১৬ সালে। এছাড়াও ২০২১ সালে সর্বশেষ আসরে ফাইনাল খেলেছিলো তারা। তবে হতে পারেনি চ্যাম্পিয়ন। সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্সআপ হয়ে।
অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে হলুদ জার্সিধারীরা। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন’ পূর্ণ হবে সেলেসাওদের।
সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ফরাসিদের ৩–২ গোলে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে মেসির দেশের দলটি। অন্যদিকে ইউক্রেনকে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। জয় আর্জেন্টিনার মতোই ৩–২।