পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না বেন স্টোকস। চোট থেকে এখনো সেরে ওঠা হয়নি স্টোকসের। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর এখনো পুনর্বাসন প্রক্রিয়াতে আছেন এই অলরাউন্ডার। দ্য হানড্রেড টুর্নামেন্টের ম্যাচ খেলতে গিয়ে দুই মাস আগে চোটে পড়েন স্টোকস।
ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট হবে মুলতানে, সোমবার (৭ অক্টোবর) থেকে। স্টোকসের অবর্তমানে অলি পোপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে খেলতে দেখা যাবে ক্রিস ওকসকে, ব্রাইডন কার্সের টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচের মাধ্যমে।
স্টোকস বলেন, ‘আমি প্রথম ম্যাচের জন্য সেরে ওঠার অনেক চেষ্টা করেছি। আমরা এই কল মিস করতে যাচ্ছি। আমি এখনো ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারিনি।‘
দশ দিনের মধ্যে দ্বিতীয় টেস্টের আগে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করবেন স্টোকস। চলতি বছর জুলাই মাসে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড একাদশ: অলি পোপ (অধিনায়ক), জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ক্রিস ওকস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন