বিনোদন

যৌন হেনস্থার অভিযোগে কোরিওগ্রাফারের জাতীয় পুরস্কার বাতিল

ভারতের দক্ষিণী এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত কোরিওগ্রাফার জনি মাস্টার সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন।  তার সহকারী এক কোরিওগ্রাফার অভিযোগ তুলেছেন যে, ২০২০ সালে মুম্বাইয়ে একটি কাজের সময় জনি তাকে যৌন হেনস্থা করেনপরে বিষয়টি গোপন রাখার জন্য তাকে হুমকিও দেন।  খবর হিন্দুস্তান টাইমস বাংলা।

মহিলা কোরিওগ্রাফারের অভিযোগের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(n), ৫০৬, ৩২৩ ধারায় মামলা দায়ের করে।  এবিষয়ে অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করার পরে পুলিশ জানতে পারে, ঘটনায় সময় অভিযোগকারিণী কোরিওগ্রাফার একজন নাবালিকা ছিলেন। পরে ভিডিও বয়ানের ভিত্তিতে এক্ষেত্রে POCSO আইন, ২০১২-এর একটি ধারাও এই মামলায় যুক্ত করা হয়

গেলো ১৯ সেপ্টেম্বর গোয়া থেকে গ্রেপ্তার হন জনি মাস্টার। পরবর্তীতে হায়দরাবাদ আদালতে হাজির হলে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়।  

সম্প্রতি সাময়িক জামিন পেয়েছিলেন, তবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে বিচারাধীন অভিযোগের গুরুতরতার কারণে তার ‘তিরুচিত্রম্বলাম’ ছবির জন্য পাওয়া সেরা কোরিওগ্রাফির জাতীয় পুরস্কার প্রত্যাহার করা হয়েছে।  একইসাথে, জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণও বাতিল করেছে মন্ত্রক

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও যৌন হেনস্থার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কথা উঠে এসেছে। ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন