বিনোদন

শুক্রবার থেকে খুলছে শিল্পকলার নাট্যশালা

নাট্যশালার মূল থিয়েটার হল ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর  দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা আবারও খুলতে যাচ্ছে শুক্রবার (১১ অক্টোবর) থেকে সীমিত পরিসরে ব্যবহার করা যাবে নাট্যশালার মূল থিয়েটার হল ও দুইটি মহড়া কক্ষ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনা করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে

সোমবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নাট্যশালার কক্ষসমূহ পুনরায় খোলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এরপর থেকে নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য বিশেষ কিছু নির্দেশনা মানতে হবে

নাট্যশালায় প্রবেশ নিয়ে রয়েছে কিছু বিশেষ নিয়ম।  যেসব নাট্যদল হল বরাদ্দ পাবে, তাদের সদস্য তালিকা আগে থেকেই শিল্পকলা একাডেমিতে জমা দিতে হবে। এই তালিকা অনুযায়ী সদস্যদের হল ও মহড়া কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া নাটকের প্রদর্শনীর দুই ঘণ্টা আগে মূল গেট খুলে দেয়া হবে, তবে কেবল বরাদ্দপ্রাপ্ত দল, তাদের সদস্য, এবং টিকিটধারীরাই প্রবেশ করতে পারবেন

অন্যদিকে, সংবাদকর্মীদের জন্য তাদের অফিস পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। পার্কিং নিয়ে নির্দেশনায় বলা হয়েছে, নাট্যশালার নির্ধারিত পার্কিং এলাকাই শুধু ব্যবহার করা যাবে

জাতীয় নাট্যশালার থিয়েটার হল ব্যবহারের জন্য নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবে এবং এটি একটি আগাম প্রক্রিয়া বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, এই পরিবর্তিত পরিস্থিতিতে নাটকপ্রেমী এবং নাট্যকর্মীদের জন্য আবারও থিয়েটারের দরজা খুলে যাওয়া একটি ভালো উদ্যোগ বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন