ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ ভারতের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাট করতে নেমে ৪১ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ২০ বলে ৫৩ হারায় ভারত।  ১০ রান করে সঞ্জু স্যাসমন, ১৫ রান করে অভিষেক শর্মা, ৮ রান করে অধিনায়ক সূর্যকুমার যাদব ফিরে যান।

এরপর ঝড় তোলেন নীতিশ কুমার। ৩৪ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।  এছাড়াও রিংকু সিং  ২৯ বলে ৫৩, হার্দিক পান্ডিয়া ১৯ বলে ৩২ ও রিয়ান পরাগ করেন ৬ বলে ১৫ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন