যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আঘাত, বড় ক্ষতির আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'মিল্টন'। এই ঘূর্ণিঝড়ের আঘাতে বড় ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে এই ঝড়ের মাত্রা দুই দফায় কমিয়ে আনা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতের শেষ ভাগে বা বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। বুধবার রাত সাড়ে ৮ টার দিকেই ঘুর্ণিঝড়টি আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জানা যায়, সেখানকার প্রায় ১৩ লাখ পরিবার, ব্যবসা-প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাশাপাশি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে ঘূর্ণিঝড়টির বাতাস এরমধ্যে পৌঁছে গেছে। স্থানীয় সময় বুধবার বিকেলে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২৫ মাইল। ফ্লোরিডায় ইতোমধ্যে একটি টর্নেডো আঘাত হেনেছে এবং বৃষ্টিপাত চলমান আছে।
ফ্লোরিডার গভর্নর রন ডেসানটিস বলেছেন, ফ্লোরিডায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দানবীয় এই ঘূর্ণিঝড়ের কবল থেকে স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে নিরাপদ এলাকায় এসব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
হারিকেন হেলেনের বিপর্যয় কাটিয়ে ওঠার মাত্র দুই সপ্তাহ পেরিয়েছে। এরমধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্য আরেকটি দুর্যোগের মুখোমুখি হলো। হারিকেল হেলেনের প্রভাবে অন্তত ২২৫ জন মানুষের প্রাণ হারানোর খবর প্রকাশিত হয়েছিল।
এম এইচ//