ট্রিপল সেঞ্চুরি করে তবেই থামলেন হ্যারি ব্রুক!
ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন হ্যারি ব্রুক। পাকিস্তানের মাটিতে এক অবিস্মরণীয় কীর্তি গড়লেন এই ব্যাটার। ব্রুক যেভাবে ব্যাট করে যাচ্ছিলেন, থামবেন বলে একেবারেই মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত সাইম আইয়ুবের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ৩১৭ (৩২২) রান করে বিদায় নেন।
ইংল্যান্ডের হয়ে সবশেষ ট্রিপল সেঞ্চুরি করেছেন গ্রাহাম গুচ, ১৯৯০ সালে। ভারতের বিপক্ষে লর্ডসে ৩৩৩ রানের ইনিংসের পর মাঝে ৩৪ বছর কেটে গেছে। ব্রুক ইংল্যান্ডের ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে ত্রি-শতক করতে ৩১০ বল খরচ হয়েছে ব্রুকের, যা দ্বিতীয় দ্রুততম। ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ছুঁয়েছেন একই কীর্তি।
টেস্ট ক্রিকেটে সবশেষ ট্রিপল সেঞ্চুরি হয়েছে ২০১৯ সালে। সেটিও পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের করা। তিনি ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন।
মুলতান টেস্টে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। এতে ২৫৬ রানে এগিয়ে ছিল ইংলিশরা। দিনের শেষ ভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান দল।
এম এইচ//