খেলাধুলা

কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের অবসর

ছবি: সংগৃহীত

কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। টেনিসে ২২ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই স্প্যানিশ খেলোয়াড়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) একটি ভিডিও-বার্তার মাধ্যমে টেনিস থেকে অবসরের ঘোষণা দেন নাদাল। তিনি জানিয়েছেন, নভেম্বরে মালাগাতে ডেভিস কাপের ফাইনাল হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।

নাদাল তার ভিডিও-বার্তায় বলেন, আমি এখানে এসেছি আপনাদের এটা জানাতে যে, পেশাদার টেনিস খেলা থেকে অবসর নিচ্ছি।

বাস্তবতা হচ্ছে বেশ কঠিন সময় গেছে, বিশেষ করে শেষ ২ বছর। আমার মনে হচ্ছে না, সীমাবদ্ধতা ছাড়া আমি আর খেলতে পারবো। এটাই সবচেয়ে উপযুক্ত সময় মনে করছি ক্যারিয়ার শেষ করার জন্য। আমি যতটা ভাবিনি, তারচেয়ে বেশি সাফল্যমণ্ডিত হয়েছে এই যাত্রা।‘

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছেন নাদাল। ইউএস ওপেনে তিনি ৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন ২ বার। 

নাদাল হিপ-ইঞ্জুরিতে পড়ার কারণে ২০২৩ সালে অধিকাংশ ম্যাচ মিস করেছেন। তখন ইঙ্গিত দিয়েছিলেন ২০২৪ মৌসুমে তিনি ক্যারিয়ারের ইতি টানতে পারেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন