ফুটবল

জয়ে ফিরলো ব্রাজিল, পারলো না আর্জেন্টিনা

দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া ব্রাজিল চিলির বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই হজম করে গোল।  তখন মনে হচ্ছিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের দুঃসময় প্রলম্বিত হচ্ছে আরও। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়া ব্রাজিল শেষ পর্যন্ত ম্যাচে মাঠ ছেড়ে জয় নিয়েই।

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

শুক্রবার সান্তিয়াগোয় প্রথমার্ধের যোগ করা সময়ে চিলির বক্সে স্যাভিনিওর বাড়ানো বল হেডে জালে পাঠান ইগর জেসুস। বোতাফোগোয় খেলা এই ফরোয়ার্ডের ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছে এই ম্যাচেই।

ব্রাজিল জয় সূচক গোলটি পায় একদম ম্যাচের শেষ সময়ে।  চিলির বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জড়ান লুইজ হেনরিক।  

বিশ্বকাপ বাছাইয়ে এটি ৯ ম্যাচে ব্রাজিলের পঞ্চম জয়।  এ জয় পয়েন্ট তালিকার চারে উঠলো তারা।

অন্য দিকে আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার দেখা আর্জেন্টিনা ফিরতে পারেনি জয়ে। চোট থেকে লিওনেল মেসি ফিরলেও ফেরেনি আর্জেন্টিনার জয়।  ভেনেজুয়েলার মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১-১ গোলের ড্র নিয়েই ছেড়েছে মাঠ।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হওয়া খেলায় ১৩ মিনিটে ওতামেন্দির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ৬৫তম মিনিটে সালোমন রনডনের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা।

 

যদিও এই ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

এ সম্পর্কিত আরও পড়ুন