ফুটবল

মাঠের উপর ক্ষোভ স্কালোনির

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় শুরু হওয়া কথা ছিলো আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি।  কিন্তু ভেনেজুয়েলার মাতুরিন মনুমেন্তালে ভারী বর্ষণের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়।

তবে মাঠ খেলার পুরোপুরি উপযোগী করে তোলা যায়নি। পানি জমেছিল মাঠের বেশ কিছু জায়গায়।  আর তাই ১-১ গোলে ড্র হবার পর সংবাদ সম্মেলনে মাঠের উপর ক্ষোভ ঝারলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।  বলেছেন, ম্যাচটি খেলার মতো পরিস্থিতি ছিল না।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘সিদ্ধান্ত নেন রেফারি, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বল ঠিকঠাকমতো না এগোলে খেলা বন্ধ করবেন। মাঠে বল ঠিকমতো খেলা যায়নি। আর সেটাই হওয়ার কথা ছিল। জানি না এখানে নিয়ম কী বলে। ’

বিশ্বকাপ জয়ী এই কোচ সরাসরি বলেছেন, ‘ফুটবল ম্যাচ খেলার ন্যূনতম অবস্থাও ছিল না এই মাঠে। এমন মাঠে খেলা যায় না।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন