১২০ কোটির ব্যক্তিগত দ্বীপ কিনছেন নেইমার!
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র এবার নিজের ব্যক্তিগত দ্বীপ কিনছেন। রিও ডি জেনিরোর কাছাকাছি ইলাহাও দো জাপাও নামের এই দ্বীপটি ইতোমধ্যেই তার প্রিয় হয়ে উঠেছে। তবে সেখানে থাকার জন্য প্রতিদিন তাকে ৫০ হাজার ইউরো ভাড়া গুনতে হয়। আর সেজন্যই দ্বীপটি এবার নেইমার কিনতে চাইছেন প্রায় ১২০ কোটিতে।
ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াস নিশ্চিত করেছেন নেইমারের দ্বীপ কেনার এই খবর।
দ্বীপটির বর্তমান মালিক কানাডিয়ান একটি প্রতিষ্ঠান। আগে তারা এই দ্বীপের দাম চেয়েছিল ১ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু দাম ৩০ লাখ ইউরো কমিয়ে দেয়ায় নেইমার এখন সেটি কিনতে আগ্রহী হয়েছেন। দ্বীপটি তিন হেক্টরের এবং এতে রয়েছে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর এবং সমুদ্রের দিকে মুখ করা তিনটি বাংলো।
এখানে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারেন। রিও থেকে ৩৫ মিনিটের হেলিকপ্টার যাত্রায় দ্বীপটিতে পৌঁছানো যায়। দ্বীপটির বর্তমান মালিকানাধীন একটি হেলিকপ্টারও থাকবে নেইমারের অধীনে।
উল্লেখ্য, নেইমারের রিও ডি জেনিরোর মানগারাতিবা রিসোর্টে ছয় বেডরুমের একটি বাড়ি রয়েছে এবং সাও পাওলোর কাছেও তার আরেকটি বিলাসবহুল বাড়ি আছে।
জেডএস/