মা হওয়ার পর নতুন যে চ্যালেঞ্জের মুখোমুখি দীপিকা!
সম্প্রতি মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীপিকা-রণবীরের সংসারে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। তবে মা হিসেবে নতুন জীবনে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন অভিনেত্রী।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ‘লাইভ, লাভ, লাফ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এক কথোপকথনে, আরিয়ানা হাফিংটনের সঙ্গে দীপিকা মা হওয়ার পরের মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জগুলো শেয়ার করেন। মা হিসেবে নতুন জীবনের চ্যালেঞ্জে দীপিকাকে কী কী সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে কথা বলেন তিনি।
অভিনেত্রী জানান, ঘুমের অভাব আর অতিরিক্ত স্ট্রেসে মাঝে মাঝে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। যখন ঠিকমতো ঘুম হয় না, তখন অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি অনুধাবন করতে পারছেন তার ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না। যা তাকে শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করছে।
দীপিকা আরও বলেন, রাগ, দুঃখ, কষ্ট এগুলো জীবনেরই অংশ, যা সবাই অনুভব করে। এই অনুভূতিগুলো থেকে শেখার ক্ষমতাই আসল। জীবনে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো এবং ধৈর্য্য ধরে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গেল সেপ্টেম্বরের ৮ তারিখে মা-বাবা হন দীপিকা এবং রণবীর সিং। যদিও তারা এখনো তাদের মেয়ের নাম ঘোষণা করেননি। এছাড়া, এই তারকা দম্পতিকে খুব শিগগিরই রোহিত শেট্টির নতুন ছবি ‘সিংঘম এগেন’-এ দেখা যাবে।
জেডএস/