বাংলাদেশ

দীপ্ত টিভির তামিম হত্যা

হত্যার আসামি মাদকের কর্মকর্তা মামুন বরখাস্ত

ছবি: সংগৃহীত

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মামুন এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি এখনও পলাতক। এছাড়া বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি মামলার তিন নম্বর আসামি। তিনিও পলাতক, তাকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য গণমাধ্যমে জানা যায়।

ডিএনসির একটি সূত্র জানিয়েছে, মামুনকে ক্লোজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

তামিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির, বাঁধন ও মো. রাসেল। তারা সবাই ৪ দিনের রিমান্ডে রয়েছেন। 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন